myUpchar प्लस+ सदस्य बनें और करें पूरे परिवार के स्वास्थ्य खर्च पर भारी बचत,केवल Rs 99 में -

টেস্টিকুলার সোয়েলিং কি?

টেস্টিস বা অন্ডকোষ হল পুরুষ যৌনাঙ্গ, যা স্ক্রোটাম (অন্ডথলি) নামে পরিচিত চামড়ার থলির ভিতরে থাকে। এদের মূল কাজ হলো শুক্রাণু উৎপাদন ও টেস্টোস্টেরন হরমোন ক্ষরণ করা। টেস্টিকুলার সোয়েলিং একটা যন্ত্রণাদায়ক অবস্থা। সরাসরি চোট-আঘাত, সংক্রমণ অথবা অন্ডকোষে মোচড়ের মতো নানান অবস্থার কারণে এটি হতে পারে। অন্ডকোষের ফোলাভাবকে কখনও অগ্রাহ্য করা উচিত নয় এবং অবিলম্বে চিকিৎসা পরিষেবা নেওয়া দরকার।

এর প্রধান লক্ষণ ও উপসর্গগুলি কি কি?

টেস্টিকুলার সোয়েলিং অন্ডথলিতে ভারিভাবের সঙ্গে প্রচণ্ড ব্যথা তৈরি করে। কুঁচকির অংশে নিচের দিকে টান পড়ার সংবেদনের সঙ্গে জায়গাটা লাল হয়ে ওঠা এবং ক্রমাগত ভারিভাব অনুভূত হতে পারে। কিছু পুরুষ বীর্যের সঙ্গে রক্তপাতও প্রত্যক্ষ করেন। জ্বর, প্রস্রাবের সময় ব্যথা ও অসুস্থতা অনুভব এমন কিছু উপসর্গ, যা প্রদাহের সঙ্গে সংক্রমণ হলেও দেখা দেয়।

এর প্রধান কারণগুলি কি কি?

টেস্টিকুলার সোয়েলিং নানান কারণে হতে পারে। সাধারণ কারণগুলি হল:

 • সরাসরি আঘাত।
 • যৌন সংক্রামক রোগের ফলে ব্যাক্টেরিয়া ঘটিত সংক্রমণ।
 • অর্কাইটিস যেটা হল অন্ডকোষের প্রদাহ।
 • এপিডিডাইমাইটিস (অন্ডকোষ থেকে যে নালী বীর্য বহন করে, তার প্রদাহ)।
 • ভাইরাল সংক্রমণ (সাধারণত মাম্পস ভাইরাসের কারণে হয়)।
 • টেস্টিকুলার টর্সন (অন্ডকোষ যন্ত্রণাদায়কভাবে মুচড়ে যাওয়া )।
 • টেস্টিকুলার ক্যান্সার

এটি কিভাবে নির্ণয় ও চিকিৎসা করা হয়?

রোগ নির্ণয় চিকিৎসা সংক্রান্ত ইতিহাস এবং শারীরিক পরীক্ষার ওপর নির্ভর করে হয়, যাতে আক্রান্ত অংশের পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার ওপর নজর দেওয়া হয়। প্রস্টেটের কোনও ভূমিকা আছে কিনা, তা দেখার জন্য চিকিৎসক মলাশয়ের পরীক্ষা করতে পারেন। এর পাশাপাশি সংক্রমণ যাচাইয়ের জন্য রক্ত ও মূত্র পরীক্ষা করা হয়। আল্ট্রাসাউন্ড অথবা কালার ডপলার টেস্ট ফোলাভাবের সঠিক প্রকৃতি এবং কারণ চিহ্নিত করতে সহায়ক ভূমিকা নেয়।

সোয়েলিং বা ফোলাভাবের অন্তর্নিহিত কারণের ওপর ভিত্তি করে চিকিৎসার ধরণ ভিন্ন হয়। ব্যাক্টেরিয়াল সংক্রমণের ক্ষেত্রে, 10-14 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী বেদনানাশক ওষুধ দেওয়া হয় প্রদাহরোধী ওষুধের সঙ্গে। জ্বর হলে, অ্যান্টিপাইরেটিক নেওয়ার পরামর্শ দেওয়া হয়। যৌনক্রিয়ায় সক্রিয় পুরুষদের কন্ডোমের ব্যবহার অথবা উপসর্গমুক্ত হওয়া পর্যন্ত যৌনসংসর্গ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। নিজে যত্ন নেওয়ার মধ্যে রয়েছে বিশ্রাম, স্ক্রোটাল সাপোর্ট ও রোজ 15-20 মিনিট করে বরফের সেঁক দেওয়া।

 1. টেস্টিকুলার সোয়েলিং জন্য ঔষধ
 2. টেস্টিকুলার সোয়েলিং ৰ ডক্তৰ
Dr.Priyanka Trimukhe

Dr.Priyanka Trimukhe

सामान्य चिकित्सा

Dr. Nisarg Trivedi

Dr. Nisarg Trivedi

सामान्य चिकित्सा

Dr MD SHAMIM REYAZ

Dr MD SHAMIM REYAZ

सामान्य चिकित्सा

টেস্টিকুলার সোয়েলিং জন্য ঔষধ

টেস্টিকুলার সোয়েলিং के लिए बहुत दवाइयां उपलब्ध हैं। नीचे यह सारी दवाइयां दी गयी हैं। लेकिन ध्यान रहे कि डॉक्टर से सलाह किये बिना आप कृपया कोई भी दवाई न लें। बिना डॉक्टर की सलाह से दवाई लेने से आपकी सेहत को गंभीर नुक्सान हो सकता है।

Medicine Name
Dolopar खरीदें
Sumo L खरीदें
Pacimol खरीदें
Dolo खरीदें
Brufen खरीदें
Combiflam खरीदें
Zerodol P खरीदें
Ibugesic Plus खरीदें
Calpol Tablet खरीदें
Samonec Plus खरीदें
Eboo खरीदें
Hifenac P Tablet खरीदें
Eboo Plus खरीदें
Ibicox खरीदें
Serrint P खरीदें
Eboo Spaz खरीदें
Ibicox Mr खरीदें
Tizapam खरीदें
Fabrimol खरीदें
Iconac P खरीदें
Sioxx Plus खरीदें
Febrex खरीदें
Inflanac Plus खरीदें
Sistal Ap खरीदें
Lumbril खरीदें

References

 1. Marcozzi D, Suner S. The nontraumatic, acute scrotum. Emerg Med Clin North Am. 2001 Aug;19(3):547-68. PMID: 11554275
 2. Chirag G Gordhan, Hossein Sadeghi-Nejad. Scrotal pain: Evaluation and management . Korean J Urol. 2015 Jan; 56(1): 3–11. PMID: 25598931
 3. Patrick Günther, Iris Rübben. The Acute Scrotum in Childhood and Adolescence. Dtsch Arztebl Int. 2012 Jun; 109(25): 449–458. PMID: 22787516
 4. Leslie SW, Siref LE. Chronic Testicular Pain (Orchialgia). [Updated 2019 May 2]. In: StatPearls [Internet]. Treasure Island (FL): StatPearls Publishing; 2019 Jan-.
 5. Lucile Packard Foundation [Internet]. Stanford Health Care, Stanford Medicine, Stanford University. Scrotal Swelling in Children.
और पढ़ें ...
ऐप पर पढ़ें